Advertisement

Redmi 9 Power | Launched in india | Specifications & Price in india

 

বর্তমান সময়ে সমস্ত কাজ অনলাইনে হওয়ার জন্য বেশির ভাগ মানুষ তাদের কাজ মোবাইলের মাধ্যমে করছে বা খুব গেমিং করছে  তাই মোবাইলের ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এই সমস্যা এড়ানোর জন্য ইন্ডিয়ার No-1 মোবাইল ব্র্যান্ড কোম্পানি Mi (Redmi) তাদের নতুন স্মার্টফোন Redmi 9 Power লাঞ্চ করে। Redmi 9 Power এর ফাস্ট আকর্ষণ হলো 6,000mAh ব্যাটারী এছাড়াও 48MP কোয়াড ক্যামেরা, Qualcomm Snapdragon 662 SoC প্রসেসর। 

Redmi 9 Power Specifications

Redmi 9 Power- তে ডুয়াল (ন্যানো) sim কার্ড সাপোর্ট করবে। ফোনটি Android 10 এর ভিত্তিতে চলে।Redmi 9 Power-তে 6.56 ইঞ্চি FHD+ IPS display. Redmi 9 Power- রয়েছে Qualcomm Snapdragon 662 SoC processor. ফোনে থাকছে  4GB LPDDR৪X RAM এবং দুটি ভেরিয়েন্টে স্টোরেজ রয়েছে 64GB ও 128GB.দুই রকম স্টোরেজ ভেরিন্টের জন্য দাম ভিন্ন রাখা হয়েছে। এছাড়াও 6,000mAh এর বড়ো ব্যাটারি  রয়েছে, ফোনের চার্জ নিয়ে কোনো চিন্তা নেই,একবার 100% চার্জ করে 13ঘণ্টা গেমিং করতে পারেন  যা 18W ফাস্ট  চার্জিং সাপোর্ট করে কিন্তু আপনি মোবাইল বক্সে 22.5W ফাস্ট চার্জার পাবেন। Redmi 9 Power ফোনের ডিসপ্লেতে Corning Gorilla Glass3 সুরক্ষা পাবেন। 

Redmi 9 Powerএর ক্যামেরা গুলো দারুন। পিছনে থাকছে কোয়াড ক্যামেরা- 48MP প্রাইমারি ক্যামেরা +8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা +2MP ডেপ্থ ক্যামেরা + 2MP ম্যাক্রো লেন্স ক্যামেরা , ভিডিও কলিং এবং সেল্ফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা থাকছে 8MP ড্রড্রপ নচ ক্যামেরা। 

 এছাড়াও থাকছে Bluetooth 5.0, Wi-Fi , USB Type-C port, 4G VoLTE, Hedphone jack  and GPS. Power On/Off বাটনে fingerprint scanner রয়েছে। 

Redmi 9 Power ফোনটি 4টি কালার এ পাওয়া যাবে -  Blazing Blue, Mighty Black, Fiery Red, Electric Green 

Price in India

Redmi 9 Power ফোনটি দুটি ভেরিন্টের পাওয়া যায় তাই দামও ভিন্ন 
4GB RAM ও 64GB স্টোরেজ 10,999
4GB RAM ও 128GB স্টোরেজ 11,999

Post a Comment

0 Comments